সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষার নির্বাচনের বিপরীতে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন
সাম্রাজ্যবাদ ও তার দালালদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় নির্বাচনে শ্রমিক-কৃষক-জনগণের কোন স্বার্থরক্ষা হবে না। এর বিপরীতে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র,সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট- এনডিএফ। এনডিএফ’র সভাপতি ব্রি. জেনা. (অব.) এম জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যুক্ত বিবৃতিতে এ আহবান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, গত ১১ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন নির্বাচনের মাধ্যমে পূর্বের ধারাবাহিকতায় আমলা-দালাল পুঁজির প্রতিনিধিসহ শোষণ-লুটপাটকারী শ্রেনীকেই নির্বাচিত করার তৎপরতা চলছে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণার নামে কালো টাকার মালিকসহ সমাজের শোষণ-লুটপাটকারী অংশ পেশিশক্তির প্রদর্শন এবং সন্ত্রাস-দখলদারিত্ব চালাচ্ছে। এর মাধ্যমে শ্রমিক-কৃষক-জনগণের কোন প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। নির্বাচনের নামে কথিত প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় শ্রমিক-কৃষক-জনগণের অংশগ্রহণ করার মতো বাস্তবতা বা গণতান্ত্রিক পরিবেশ ইতিমধ্যে কখনো সৃষ্টি হয় নি। ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার মার্কিন সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক পরিকল্পনা কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও এর ধারাবাহিকতা রক্ষা করতে আসন্ন নির্বাচনের মাধ্যমে স্বীয় পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার তৎপরতা চালাচ্ছে। তবে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থরক্ষাকারী একাধিক দালাল প্রতিক্রিয়াশীল শক্তি বর্তমানে ক্রিয়াশীল থাকায় এসব দালালদের মধ্যে ক্ষমতার ভাগ-বাটোয়ার নিয়ে কামড়াকামড়ি চলছে। এছাড়াও ক্ষমতাসীন সরকারের আশীর্বাদপুষ্ট হওয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের নিরংকুশ দালাল হওয়া সত্ত্বেও কতিপয় প্রতিক্রিয়াশীল শক্তি নির্বাচন না হওয়ার পরিবেশ সৃষ্টি করতে তৎপর। অন্যদিকে মার্কিনের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী শক্তি চীন-রাশিয়া তার ভূ-রাজনৈতিক পরিকল্পনা কার্যকর করতে স্বীয় পক্ষের শক্তিকে আগামীতে ক্ষমতায় আনার জন্য বিভিন্নরকম তৎপরতা চালাচ্ছে। বিশেষত নিছক মার্কিন বিরোধী বামনামধারী শক্তিসমূহসহ মার্কিনের দালালদের মধ্যকার দ্বন্দ্বকে কাজে লাগিয়ে স্বীয় পক্ষের শক্তিকে ক্ষমতাসীন করতে তৎপর রয়েছে। একই সাথে পলায়নরত স্বৈরাচারী আওয়ামীলীগও সাম্রাজ্যবাদী আশীর্বাদে কোনভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। নেতৃদ্বয় বলেন, শাসক-শোষক গোষ্ঠীর এসব তৎপরতার মধ্য দিয়ে দেশের শ্রমিক-কৃষক-জনগণের উপর শোষণ-নির্যাতন আরও বৃদ্ধি পাবে। রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়ে দেশ ও জনজীবনের নিরাপত্তা আরও হুমকির মধ্যে ফেলবে।
নেতৃদ্বয় আরও বলেন, সাম্রাজ্যবাদী স্বার্থে জাতীয় স্বার্থবিরোধী সম্পাদিত চুক্তিসমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মূলত মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের যুদ্ধ পরিকল্পনা কার্যকর করতেই এসব চুক্তি সম্পন্ন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী যুদ্ধ পরিকল্পনা তথা পিভট টু এশিয়া বা ইন্দো-প্যাসিফিক কৌশল বাস্তবায়নের জন্যই বন্দর ও করিডর প্রদানের তোড়জোড় চালাচ্ছে মার্কিনের অতি বিশ্বস্ত দালাল ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। নেতৃবৃন্দ এসব জাতীয় ও জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিলসহ গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহবান জানান।

