জাতীয়রাজনীতি

বিজয় দিবসে নেত্রকোণায় জামায়াতের  র‌্যালী ও আলোচনা  সভা  অনুষ্ঠিত    

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণায় জেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা যুব বিভাগের সভাপতি এস এম আল আমিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য,নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বদরুল আমিন, সহকারী সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম,জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বিজয় র‌্যালীটি কুরপাড় এলাকা থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকা হয়ে শহীদ মিনার মোড়,ছোট বাজার,তেরী বাজার মোড়, বড় বাজার হয়ে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।