সরিষাবাড়ীতে নির্বাচনি সহিংসতায় আহত ৮ ; থানায় মামলা

মতিউর রহমান জামালপুরঃ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের নির্বাচনি তৎপরতা এবং উৎকণ্ঠা ততোই বাড়ছে। মাঝে মধ্যেই সহিংসতার খবর শোনা যাচ্ছে। সম্প্রতি নৌকার সাথে ট্রাকের সহিংসতার রেস কাটতে না কাটতেই ২৫ ডিসেম্বর সন্ধ্যা রাতে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল সমর্থিতদের সাথে স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদের ঈগল প্রতিকে সমর্থিতদের মাঝে নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে অন্ততঃ ২৫ জন আহত হওয়ার ঘটনাসহ ঈগলের অফিস ক্ষতিগ্রস্থের অভিযোগ উঠেছে। এ নিয়ে ডাঃ মুরাদ হাসানের ভ্যান গার্ড কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছে বলে জানা যায়।

মামলার অভিযোগের ভিত্তিতে নৌকার কর্মী রানা সরকারকে থানা পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে বলে জানা যায়। উল্লেখ্য ধৃত রানা সরকার ইতিপূর্বে ডাঃ মুরাদ হাসানের আস্থাভাজন কর্মী ছিলো বলেও জানা গেছে।

সরিষাবাড়ী থানা সুত্রে জানা যায় বিনা উস্কানিতে নৌকা সমর্থিতরা,অতর্কিতে পৌরসভার তাড়িয়া পাড়াস্থ ঈগলের নির্বাচনি অফিসে হামলা চালিয়ে নৌকার কর্মীদের মারপিটসহ অফিস ঘর তছনছ করে।নৌকার সহিংসতায় ১০ জনের অধিক আহত হওয়ার ঘটনা ঘটে। আহতরা সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রযেছে। এ ঘটনায় কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে ২৬ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১৭। উক্ত মামলায় নৌকার কর্মী রানা সরকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঈগল সমর্থিত আহত কর্মীদের মধ্যে কফিল,রুবেল রোকন দেলখোশ সাদ্দাম হামজা ফারুক রাকিব হাসপসতালে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয় চিকিৎসা গ্রহণ করেছে বলে জানা যায়। হাসপাতালে চিকিৎসাধীন দেলখোশ হামলায় মাহবুবুর রহমানের ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নাম উল্লেখ করে বক্তব্য দিলেও নৌকার নি্র্বাচনি সমন্বয় কমিটির সিনিয়র এক নেতা জানান, আমরা কতিপয় নৌকার ভোট প্রার্থনায় মহাদান ইউনিয়নে সাজেদের মোড়ে অবস্থান করছিলাম। বিদ্যুৎ আমাদের সাথেই ছিলো।সহিংসতার খবর পেয়ে বিদ্যুৎ মীমাংসার জন্য চলে যায়। ওই ঘটনায় বিদ্যুতের কোন সম্পৃক্ততা নেই। জানতে চাইলে মামলার বাদী সাখাওয়াত আলম মুকুল জানায় বিনা উস্কানীতে নৌকার সমর্থিতরা আমাদের অফিসে হামলা করে কর্মীদের আহত করে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা করেছি।

এ বিষয়ে নৌকার প্রার্থী মাহবুবুর রহমানের ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের মুঠো ফোনে একাধিকবার কল করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *