আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল

ফুলবাড়িয়া প্রতিনিধি: ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদীয় আসনে দ্বৈত নাগরিকত্বের কারণে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শামছুদ্দিন আহমেদের সহধর্মিণী আখতার সুলতানা এবং তার ছেলে আমেরিকা প্রবাসী তানভীর আহমেদ রানা মনোনয়নপত্র জমা দেন। শনিবার ( ৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আখতার সুলতানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও তার ছেলে তানভীর আহমেদ রানার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন।
গতকাল রোববার জেলা রিটার্নিং অফিসার  ছেলে তানভীর আহমেদ রানার দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা  মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দ্বৈত নাগরিক হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। সে কারণেই ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তানভীর আহমেদ রানার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।