ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ও খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত
শহর প্রতিনিধ:
ময়মনসিংহের সেনবাড়ি এলাকায় বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।আপোষহীন দেশনেত্রী গনতন্ত্রের অতন্দ্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহ ও আত্মার মাগফেরাত কামনা করে এবং দলটির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকো এর রুহের মাগফিরাত কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়
৯ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ১০ জানুয়ারি শনিবার দিন-রাতব্যাপী সেনবাড়ি এলাকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টটি দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার নেতা কর্মীদের নিয়ে ব্যাটিং ও বল করার মাধ্যমে শুরু করেন।
নকআউট পদ্ধতির এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে, যেখানে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় অংশ নেন।
দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনতাসীর মনি-এর সার্বিক সহযোগিতায় ও
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা রায়হান রহমান মুন্না সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার জাহান জিমি, দক্ষিণ জেলা যুবদলের অন্যতম যুবনেতা মেহেদী হাসান মাহিন, ইমতিয়াজ আমিন, সাদ্দাম হাসান বিপ্লব, আহাদ ইসলাম, রাব্বি হাসান, ফজলে রাব্বি, সোহাগ, মো. তানভীর হোসাইন, গোলাম হাসনাত রবিন, মমিনুল ইসলাম হাদিস, মো. রমজান, মো. শাকিল, উদয় আহমেদ ও মো. রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলেজ ছাত্রদল নেতা রাজন আহমেদ ও তালহা শরিফ শিশিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন স্থানীয় আলেম হাফেজ মাওলানা মুস্তাকিম। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
