অন্যান্য

ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সাদিয়া ইসলাম সীমা।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম,ফুলপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতুস চন্দ্র সূত্রধর,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলেজ গভর্নিং বডির সদস্য এমদাদ হোসেন খান,উপজেলা বিএনপির সদস্য ও কলেজ গভর্নিং বডির সদস্য জুয়েল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় কলেজের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, নারীর ক্ষমতায়নে নারী শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করে। একটি শিক্ষিত নারী একটি পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে। তাই প্রতিটি মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বক্তারা বলেন, নারী শিক্ষার উন্নয়ন ও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. খোরশেদুর রহমান। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পড়াশোনার পাশাপাশি নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এতে ভালো ফলাফল অর্জন সম্ভব বলে উল্লেখ করেন।
এছাড়া অভিভাবকদের পক্ষ থেকেও একাধিক ব্যক্তি বক্তব্য রাখেন। তারা কলেজের শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের উন্নয়নে কলেজ কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ফুলপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতুস চন্দ্র সূত্রধর বলেন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ প্রতিবছরই উপজেলার মধ্যে ভালো ফলাফলের জন্য সুখ্যাতি অর্জন করে আসছে। তিনি জানান, ২০২৪ সালে ফুলপুর উপজেলায় মোট ছয়টি এ-প্লাসের মধ্যে পাঁচটিই অর্জন করেছে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, যা প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষকদের নিষ্ঠার প্রমাণ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান। সমাবেশটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।