অবৈধ কমিটি বাতিলের দাবিতে নান্দাইল উপজেলা আ.লীগের সংবাদ সম্মেলন
শামছ ই তাবরীজ রায়হান
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের অবৈধ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক দাবিদার সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও যুগ্ম আহ্বায়ক দাবিদার আনারস প্রতীকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে দল থেকে বহিষ্কার ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ নভেম্বর যুগ্ম আহ্বায়ক দাবিদার হাসান মাহমুদ জুয়েলের আয়োজনে সংবাদ সম্মলন করে আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি) ও দলীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়াকে দল থেকে বহিষ্কার দাবি করার প্রতিবাদে রোববার (২৮ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া লিখিত বক্তব্যে বলেন, বর্তমান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন ২০১৪ সালে বিনা ভোটে সংসদ সদস্য হওয়ার পর থেকে এবং এর পূর্বেও বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান করেছে। যার জ্বলন্ত সাক্ষী গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান করে আনারস প্রতীকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে নির্বাচিত করেছে।
এছাড়া কথিত দুর্নীতিবাজ এমপি তাঁর স্বীয় স্বার্থে স্বঘোষিত আহ্বায়ক কমিটি দাবি করে জামায়াত-বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ দলে অনুপ্রবেশ করে নিজ বলয় সৃষ্টি করে আসছে। তারই ধারাবাহিকতায় নিজ বলয় ধরে রাখতে আওয়ামী লীগের দুর্দিনে সক্রিয় নেতাকর্মী তথা নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপ্রচারসহ হয়রানি-নির্যাতন করে আসছে। ইতিমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদেরকে দিয়ে নান্দাইলের জনপ্রিয় সাবেক সংসদ মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এবং জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়ার বিরুদ্ধে মিছিল মিটিং করে আওয়ামী লীগ দলের মানসম্মান ক্ষুন্ন করছে। দলের সাংগঠনিক শক্তির অবমাননাকারীদের বিরুদ্ধে জরুরীভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দলের হাইকমান্ড ও জেলার নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন নেতৃবৃন্দ।
এছাড়া সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়া, মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম শফিক সরকার, নাজিমুল্লাহ লিটন, জামাল আকন্দ, মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নান্দাইল উপজেলা ও ময়মনসিংহ জেলায় কর্মরত সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
I was extremely pleased too discover this website.
Ineed to to thank you for yohr time for this
particularly fantastic read!! I definitely really liked egery part of it and
i alszo have you bookmarked to check out new things in your
website. https://u7bm8.mssg.me/
I’m not sure why but this site is loading extremely slow for me.
Is anyone else having this problem or is it
a problem onn my end? I’ll check back later and see if the
problem still exists. https://WWW.Cdlcruzdasalmas.Com.br/portal_de_empregos/companies/tonebet-casino/