আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে -প্রেস সচিব
স্টাফ রিপোর্টার ঃ অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটি আমাদের অন্তর্বতী সরকারের একটি কমিটমেন্ট। আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। এ বিষয়ে গত ছয় মাসে অনেক কাজ হয়েছে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি সেশনে আলোচনা করে কাজ করা হয়েছে। এত করে পরবর্তী জেনারেশন ভালো ভাবে কাজ করতে পারবে। এই আলোচনায় বিদেশী কোন মাধ্যমের প্রয়োজন হয়নি। যা পূর্ববর্তী সরকার করতো। আমাদের শাসনতন্ত্র আমরাই তৈরী করেছি। একই ঘরের নীচে থেকে আমরা এক সাথে কাজ করেছি।
প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি শুরু হয়েছে। যা আগে কখনও দেখা যায়নি। সব জায়গায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পরেছে। অনেক দিন পর বাংলাদেশে একটি রিয়াল নির্বাচন হবে। এই নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।
মতবিনিময় সভায় প্রেস সচিবের সহধর্মিনী, প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ক্লাব সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

