রাজনীতি

ওসমান বিন হাদির ওপর নৃশংস গুলি বর্ষণের প্রতিবাদে মদনে বিক্ষোভ মিছিল

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ বিপ্লবী জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর নৃশংস গুলি বর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মদনে মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রধান প্রধান সড়কে উপজেলার জুলাই যোদ্ধাগণ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে।
দোষীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক শেখ হাসনাথ জনি, যুগ্ম আহবায়ক সাঈদ বিন ফজল, আহত জুলাই যোদ্ধা মোঃ মাসুম মিয়া প্রমূখ।