ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি ঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমস্বিত প্রাণী সম্পদ প্রকল্পের আওতায় দুইশত সুফলভোগীদের মাঝে ছাগলও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়।
সোমবার দুপুরে ধোবাউড়া প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) নুসরাত জাহান অনন্যা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামরুল ইসলাম অভি।
শিশুদের আর্থিক সাহায্য প্রদানে ধনাঢ্য ব্যক্তিদের সামাজিকভাবে জড়িত করে, শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার মাধ্যমে শিশুকে শ্রমের হাত থেকে রক্ষা করা যেতে পারে। এলাকা নির্ধারণ ও জরিপ, স্থানীয়ভাবে কমিটি গঠন ও সরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করলে এর অগ্রগতি দ্রুত হবে। শিশুর ওপর কেস স্টাডি করে শিশুর আসল চাহিদা নিরূপণ করে, সেই আঙ্গিকে কাজ করতে হবে। শিশুশ্রম নামক সামাজিক ব্যাধিকে রোধ করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে, এমন মতামত উঠে আসে সভায়।
সভাপতি বলেন, যারা দায়িত্বে আছি, শিশুশ্রম নিরসনে কতটুকু দায়িত্ব পালন করছি, আগামীতে কতটুকু অগ্রগতি হলো, সে বিষয়ে আরো শুনবো। তবে শিশুশ্রম নিরসনকল্পে সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুতই পুনর্বাসনের ফলাফল চাই। মাঠ পর্যায়ে নিরীক্ষা করে সম্মিলিতভাবে কাজ করেন, তাহলে শতভাগ সফল হওয়া সম্ভব।
সভায় ময়মনসিংহ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক এর প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহের উপমহাপরিদর্শক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জামালপুরের উন্নয়ন সংঘের প্রতিনিধি, ইউনিসেফ এর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

