ময়মনসিংহে জাতীয় পার্টির ৫’শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পার্টির ৫’শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’তে যোগদান করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪ টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিএনপিতে যোগদান অনুষ্ঠানে নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা’র নেতৃত্বে নেতাকর্মী যোগদান করেছেন।
নেতাকর্মীরা জাতীয় পার্টির পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। এ সময় তাদেরকে ধানের শীষের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।
নবাগত নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরী’র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এবং আজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি’র রাজনীতি করে যাবেন বলে অঙ্গীকার করেন।
নান্দাইল উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের ৫শতাধিক নেতাকর্মী যোগদানকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সহ -সভাপতি এডভোকেট ধীমান কুমার সরকার, শাহজাহান ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন,মোখলেছুর রহমান,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, প্রচার সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবু তাহের সহ প্রমুখ।
শাহজাহান ফকির বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয় পাটি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি। আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী কে ধানের শীষের বিজয়ী করতে আমরা কাজ করে যাবো।
নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা বলেন- আমরা ২০২৪ সালের জানুয়ারি মাসে উপজেলা ও পৌর কমিটি থেকে পদত্যাগ করেছিলাম। জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপিতে যোগদান করেছি। যত দিন বেঁচে থাকবো বিএনপির সঙ্গে রাজনীতি করে যাবো।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিস্থিতি ছিলেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, বিএনপির মনোনয়ন প্রত্যার্শী কামরুজ্জামান কচি সহ প্রমুখ।
বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন – চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত নান্দাইল গড়তে হলে সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে। উন্নয়ন চাইলে বৃহৎ দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আসুন সবাই মিলে মিশে ধানের শীষের পক্ষে কাজ করি। আজকে যারা বিএনপিতে যোগদান করেছে তাদের কে অভিনন্দন।

