অন্যান্যজাতীয়

ময়মনসিংহে বিয়ের প্রলোভনে ধর্ষণ; মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ফেইসবুকে প্রেম, মেসেঞ্জার এবং ইমুতে কথাবার্তার একপর্যায়ে উভয়ে বিবাহ করার সিদ্ধান্ত। অতঃপর আবাসিক হোটেলে স্ত্রীর পরিচয়ে জোরপূর্বক একাধিকবার শারিরীক সম্পর্ক।

গত ২৮ জুলাই এমনি ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ত্রিশাল থানার মামলা নং-১০, তারিখ-০৮ সেপ্টেম্বর ২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২৫) এর ৯(খ) রুজু হয়।

১৪ সেপ্টেম্বর র‌্যাব-১৪ ত্রিশাল উপজেলার গন্ডাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত সাব্বির হোসাইন(২২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে র্যাব সূত্র জানায়।