অর্থনীতিজাতীয়

ময়মনসিংহে হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ জানুয়ারি দেশব্যাপী হোটেল রেস্তোরাঁ বেকারির শ্রমিকদের কর্মবিরতি পালনের নিমিত্তে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পথসভা অনুষ্ঠিত হয়।
৪ জানুয়ারি ময়মনসিংহের চরপাড়া মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা আজহারুল ইসলাম, শান্ত,খোকন প্রমুখ৷
এ সময় বক্তাগণ বলেন, গত বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। আইন অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয়, সেই মাস থেকেই ঘোষিত মজুরি কার্যকর করার কথা। অথচ গেজেট প্রকাশের ৮ মাস অতিবাহিত হতে চললেও এখনও পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হচ্ছে না। সরকার ঘোষিত গেজেট অনুযায়ী মজুরি পরিশোধ করা না হলে শ্রম অধ্যাদেশ-২০২৫ এর ২৮৯-ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মালিককে ১ বছর পর্যন্ত কারাদন্ড এবং ২০ হাজার হতে ৫০ হাজার টাকা জরিমানাসহ গেজেট অনুযায়ী শ্রমিকের সকল বকেয়া পাওনা পরিশোধ করার কথা বলা হয়েছে। সে মোতাবেক সরকারের সংশ্লিষ্ট দপ্তর কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
বিভিন্ন সময় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নেয়ার কথা বেলা হলেও মালিকপক্ষ ও সরকার কোনরুপ পদক্ষেপ গ্রহন করছে না। ফলে সারাদেশে এ কর্মবিরতির আহবান করে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন। ১৪ জানুয়ারি সফল করার লক্ষ্যে তাই দেশব্যাপী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।