হালুয়াঘাটে তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করেন সাংসদ জুয়েল আরেং
মোঃ বাবুল হোসেন ঃ ” অর্থকারী ফসল চাষে,অর্থ পুষ্টি দুই- ই আসে”,এই প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন হল হালুয়াঘাটে কৃষি মেলা । ২৮শে জুলাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালুয়াঘাট এর উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের সহযোগীতায় তিন দিন ব্যাপী ” কৃষি মেলা সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সাংসদ জুয়েল আরং ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার ভূমি মোঃ তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান, চেয়ারম্যান আবদুল মান্নান। উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন নার্সারি মালিকও প্রান্তিক চাষী সহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের মেলায় মোট ২২ টি স্টল অংশ গ্রহণ করে। প্রতি দিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকে ।পরে প্রধান অতিথি সকলকে নিয়ে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার এবিএম লুৎফর রহমান নয়ন।
প্রধান অতিথির ভাষণে সাংসদ জুয়েল আরং বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। যার ফলে আমদানী নির্ভর দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষি খাতে সরকার মোটা অংকের টাকা ভর্তুকি দিচ্ছে। হালুয়াঘাটের কৃষি অফিসার অত্যন্ত পরিশ্রমী এবং যোগ্য একজন কর্মকর্তা। কৃষকদের কল্যাণে সবসময় উনি ব্যস্ত থাকেন। আপনাদের প্রয়োজনে কৃষি কর্মকর্তাকে ইচ্ছেমতো কাজে লাগাতে পারেন। তিনিও সর্বদাই প্রস্তুত থাকেন। আলোচনা শেষ প্রান্তে এসে উপজেলা কৃষি কর্মকর্তা সাংসদ জুযেল আরেংকে সম্মাননা ক্রেস্ট এবংএকটি কাজুবাদামের গাছ উপহার দেন।
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
I couldn’t refrain from commenting. Well written! https://bookofdead34.wordpress.com/
Fabulous, what a blog it is! This web site provides valuable data to us, keep it up. https://Myjob.my/employer/tonebet-casino
I really like yoyr blog.. very nice colors & theme.
Diid you create thijs website yourself or did you hire someone
to do itt for you? Plz answer back as I’m looking to create my own blog
and would like to know where u got this from.
cheers https://m2moc.mssg.me/