এভারেস্ট কারখানার শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের
ময়মনসিংহ- নেত্রকোনা রোডের শম্ভুগঞ্জ এলাকায় অবস্থিত এভারেস্ট রাগ প্রোডাকশন লিমিটেডে কর্মরত শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যুক্ত বিবৃতি দিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ।
আজ ৩ রা নভেম্বর এক যৌথ বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান আল আজাদ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম আকাশ বলেন, শম্ভুগঞ্জে অবস্থিত তুরস্কের নাগরিকের মালিকানাধীন এভারেস্ট রাগ প্রোডাকশ লিমিটেড কারখানাটিতে দীর্ঘ ২২ বছর, ১৫ বছর যাবত স্থানীয় শ্রমিকরা কাজ করছেন। মালিকপক্ষ বিদ্যমান আইন-কানুনের তোয়াক্কা না করে কারখানা বন্ধের নোটিশ টানিয়েছে। নোটিশ টানিয়েই ক্ষান্ত হয়নি, মাত্র ১০,০০০.০০ (দশ হাজার) টাকা প্রদানের বিনিময়ে শ্রমিকদের নিকট থেকে নির্লজভাবে নিতে চাইছে চাকুরি সমাপ্তির বেআইনী অঙ্গীকারনামা। যা কখনোই মেনে নেয়া যায় না।
বিবৃতিতে তারা আরো বলেন, একজন শ্রমিকের দীর্ঘ চাকুরির মূল্য কি ১০,০০০.০০ (দশ হাজার) টাকা? বাংলাদেশে নির্দিষ্ট শ্রম আইন রয়েছে। মালিকপক্ষ তাদের প্রয়োজনে কারখানা বন্ধ করে দিতে চাইলে আইন মেনেই বন্ধ করা উচিত। আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করে তারপর মালিকপক্ষ তাদের কারখানা বন্ধ করুক।
শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করার পাঁয়তারা না করার আহবান জানায় সংগঠকদ্বয়।
প্রেস বিজ্ঞপ্তি