তারাকান্দায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় প্রতিবেশী যুবক কুপিয়ে লাইছ উদ্দিন (৬০) নামে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটে উপজেলা সদরের নতুন বাজার কান্দাপাড়া এলাকায় রবিবার দুপুরে।
জানা গেছে, আমির শেখের পুত্র দরিদ্র লাইছ উদ্দিন ঔরফে লাইছু (৬০) বাড়ির বসত উঠানে পুরাতন কার্টুন পরিস্কার করারকালে পাশের বাড়ির মোহাম্মদ আলীর পুত্র আজিজুল( ৪০) পৃর্ব শত্রুতার জের ধরে দা’দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা জরুরি চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, লাইছ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ও ঘাতক আজিজুলকে পুলিশ গ্রেফতার করেছে।