নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ত্রিশালে প্রস্তুতি সভা
এইচ এম জোবায়ের হোসাইন,ত্রিশাল: জাতীয় কবি নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপনে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহ ত্রিশালে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এবছর কবির জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে এ প্রস্তুতি মূলক সভা ও অনুষ্ঠানমালার স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (৯ মে) বিকেলে মাঠ পরিদর্শন শেষে নজরুল ডাকবাংলোতে প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মাহমুদা খান রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র রাশেদুল হাসান বিপ্লব, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আজহারুল ইসলাম প্রমুখ।