নান্দাইলে ব্যাংক থেকে বের হওয়ার সময় ১লক্ষ টাকা ছিনতাই
শামছ ই তাবরীজ রায়হান
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নান্দাইল বাজার সোনাঁলী ব্যাংক শাখা থেকে সকাল ১১ ঘটিকার সময় ভাটি সাভার গ্রামের মৃত সফির উদ্দিনের পুত্র আকরাম হোসেন এক লাখ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে নেমে বাড়িতে যাওয়ার পথে দুই যুবক অভিনব উপায়ে এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
নান্দাইল মডেল থানা অভিযোগ থেকে জানাগেছে, টাকা দুধ মহালে আসার পর দুই যুবক “ চাচা আপনার পাঞ্জাবীতে ময়লা পরেছে (মানুষের পায়খানা)” এই কথা বলে ময়লা পরিস্কার করে দেবার কথা বলে সাথে নলকূপে নিয়ে যায়। এক যুবক পাঞ্জাবীতে লাগানো ময়লা পরিস্কার করতে থাকে। এসময় সাথে থাকা যুবক এক লাখ টাকার বান্ডেল নিয়ে সরে যায়। বৃদ্ধ ১০/১৫মিনিট পরে বিষয়টি বুঝতে পেরে কান্না শুরু করলে আশাপাশের লোকজন এসে বিষয়টি জানতে পারে। এই সুযোগে অপর যুবকটিও পালিয়ে যায়। উক্ত বিষয়ে আকরাম হোসেন নান্দাইল মডেল থানায় অজ্ঞাত যুবকদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য, নান্দাইল সোঁনালী ব্যাংকের আশাপাশে মাঝে মধ্যেই এধরনের ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ রয়েছে। নান্দাইল সোঁনালী ব্যাংকের ম্যানেজার মোঃ জহিরুল হক ব্যাংক থেকে ১লক্ষ টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।