পত্নীতলায় ফারহান সাদিক জয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি ঃ নওগঁর পত্নীতলা সদর নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৩ ব্যাচের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ওই ব্যচের প্রাক্তন ছাত্র মরহুম ফারহান সাদিক জয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জয় পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা ও নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোতাল্লেব( লাইফ) এর একমাত্র সন্তান।
উল্লেখ গত ১৬ সেপ্টেম্বর -২০২২ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট জনিত কারণে তাকে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে নওগাঁ এবং নওগাঁ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফারহান সাদিক জয়ের মাত্র ২৫ বছর বয়সে চির প্রস্থান
মেনে নিতে কষ্ট হয়েছে তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের কাছে।
তার মা বাবা তাদের সন্তানের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।
katana
Hello There.I found your blog using msn. This is a very well
written article. I’ll be sure tto bookmark it and resturn to read
more of your useful information. Thanks for the post. I’llcertainly return. https://yv6bg.Mssg.me/