ফুলবাড়িয়ায় আয়মন নদী পরিদর্শনে জেলা প্রশাসক মুফিদুল আলম
আলএমরান, ফুলবাড়ীয়া প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধ্য দিয়ে আয়মন নদীর পুনঃসংস্কার কাজ চলাকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম তা পরিদর্শনে আসেন। বৃহস্পতিবার( ২২ শে মে) দুপুর ১২ টায় ফুলবাড়িয়া উপজেলার আখালিয়া নদী পুনঃখনন কাজ ও নদীর পাড় ঘেঁষে ওয়াক ওয়ে নির্মাণের জনদাবীর প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ মুফিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন, মাওলানা ফজলুল হক শামীম, ডাঃ আঃ রাজ্জাক, প্রধান শিক্ষক আব্দুল মজিদ,সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম রিপন,সাবেক ভাইস চেয়ারম্যান কবির হোসেন, মোঃ রফিকুল ইসলাম মাখন,প্রভাষক রেজাউল করিম রাসেল, সাবেক কাউন্সিলর শাহজাহান শিকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান,পৌর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি নদীর দুই পাড়ে মাটি সমান করে দেওয়ার জন্য যাতে রাস্তাটি সুন্দর ভাবে করা যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামকে বলেন, নদীর পাড় ঘেঁষে ওয়াক ওয়ে নির্মাণে নদীর দুই সাইডে অবৈধ স্হাপনা গুলো উচ্ছেদ করতে। তারপর ঔষধি গাছ ও ফলজ গাছের চারা রোপন করেন। ফুলবাড়িয়া জনদাবীর প্রেক্ষিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য উপস্থিত সকলে জেলা প্রশাসক সাহেবকে ধন্যবাদ জানায়।