ভালুকায় নিখোঁজের তিনদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার
আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর বাড়ীর পার্শ্বে এক পুকুর থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকায়। সোমবার সকালে বাড়ীর পার্শ্বে একটি পুকুরে নিখোঁজ কলেজ ছাত্রী পারভীন আক্তারের ১৯ লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দুপুরে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত পারভিন আক্তার এলাকার মৃত আহাম্মদ আলীর কন্যা ও সে বড়চৌনা কুতুবপুর জিকে কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন আমরা খবর পেয়ে সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।