ভালুকায় জলাশয় থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার
আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধিঃময়মনসিংহের ভালুকায় একটি জলাশয় থেকে মোঃ মিনহাজ( ১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ । ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বাওয়ার মোড়ের একটি জলাশয় থেকে বুধবার (৩ আগস্ট) দুপুরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহত মিনহাজ ধীতপুর ইউনিয়নের রাজশাহী পাড়ার মৃত হাবুল মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মিনহাজ মঙ্গলবার(২ আগষ্ট) বিকাল থেকে নিখোঁজ ছিলো, বুধবার দুপুরে বাওয়ার মোড় জলাশয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে ভালুকা মডেল থানা পুশিল লাশ টি উদ্ধার করে,
লাশটির সারা শরীর সাদা রং এর কাপড়ে ডাকা ছিলো, পরনে ছিলো কালো চেক শার্ট ও লুঙ্গি।
ভালুকার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, এটি পরিকল্পিত হত্যা না কি অন্য কোনো কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।