দেশ গঠনে কন্যা শিশু ও আমাদের ভাবনা বিষয়ক একুশে পাঠচক্র অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

‘দেশ গঠনে কন্যা শিশু এবং আমাদের ভাবনা ‘শিরোনামে একুশে পাঠচক্রের ১৪তম আসরে বক্তারা বলেন, ছেলে শিশুর পাশাপাশি কন্যা শিশুকে সমান্তরালভাবে গড়ে তোলা হবে।সমাজ এবং রাষ্ট্রের সকল কাজে ছেলে-মেয়ের সমান অংশীদারিত্বেই দেশ গঠনে ভূমিকা পালন করবে।তাহলে দেশ এগুবে,অনাচার কমবে।শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান আশুরা বেগম,জনতা ব্যাংক কর্মকর্তা, লেখক আওয়াল হোসেন টুটুল,শিক্ষক শান্তি সাহা,ঝুমা সাহা,শারমিন আক্তার নিপুন প্রমুখ।

সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের সদস্য একুশে দ্যুতি।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,লেখক ও নারী নেত্রী জোবায়দা খাতুন,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক সামিউল ইসলাম,প্রভাষক রেজাউল করিম,প্রভাষক আব্দুল হান্নান,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, ছড়াকার শহীদুল ইসলাম ফকির, শিক্ষক মাহমুদুল আহসান লিটন,শিক্ষক অরুপ চন্দ্র দেবনাথ, সাংবাদিক শাহাদাত তালুকদার প্রমুখ।

দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী মিথিল সাহা,কবি ফাতেমা খাতুন,কবি মোস্তফা আহমেদ,ছড়াকার শহীদুল ইসলাম ফকির,প্রভাষক স্বপ্না চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন মাস্টার এবং কবিতা আবৃত্তি করেন অরুণ চন্দ্র দেবনাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *