শ্রমিকদের করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে কলকারখানা অধিদপ্তরের টেলিমেডিসিন চালু
স্টাফ রিপোর্টার: টেলিমেডিসিন পদ্ধতিতে করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে শ্রমিকদের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক স্বাস্থ্যসেবা টেলিমেডিসিন চালু করা হয়েছে। অধিদপ্তরে কর্মরত চিকিৎসকগণ সার্বক্ষণিক এ সেবা প্রদান করবেন। দেশের সকল প্রকার শ্রমিক ও শ্রমজীবি মানুষদের করোনা মহামারী থেকে সুরক্ষা দিতে অধিদপ্তরের উপমহাপরদর্শকের কার্যালয়গুলি থেকে এ সংক্রান্ত বিভিন্ন প্রচারণাও চালানো হচ্ছে।
প্রচারণায় উল্লেখ করা হয় যে, রপ্তানিমুখী পোশাকশিল্প খাতসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে বিপুল সংখ্যক শ্রমিক নিয়োজিত রয়েছেন। করোনা মহামারীতে বিভিন্ন কারণে তারা চিকিৎসা সেবা গ্রহণ করতে অক্ষম । তা বিবেচনায় নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর টেলিমেডিসিন সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই বিপুল সংখ্যক শ্রমিক এবং তাদের পরিবারের স্বাস্থ্য ঝুঁকি প্রশমনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কর্মরত নিম্নোক্ত চিকিৎসকবৃন্দকে শ্রমিকদের নিকট থেকে প্রাপ্ত টেলিফোন কলের প্রেক্ষিতে টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতামূলক সেবা প্রদান করবেঃ
১। ডাঃ নাজমুন নাহার, এমবিবিএস, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ০১৭৯৭-০১১৯১৯
২। ডাঃ নবীন কুমার হাওলাদার, এমবিবিএস, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ০১৯৩৬-৪৯৩৪২৭
৩। ডাঃ দীপা দত্ত, এমবিবিএস, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ০১৭১৪-২৬৬৮৪৩
৪। ডাঃ লুৎফুন নাহার, এমবিবিএস, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ০১৯৭২-১৩৮৫৩০
৫। ডাঃ মোঃ সোয়াইব হোসেন, এমবিবিএস, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ০১৭৪৯-৫৯৯৭৯৭
৬। ডাঃ রাজীব চন্দ্র দাস, এমবিবিএস, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ০১৭২২-৯০৯১২২
৭। ডাঃ জাকিয়া রিজওয়ানা লোটাস, এমবিবিএস, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ০১৭৮৭-৩৮৬৩৬১