অন্যান্যজাতীয়

শ্রমিক নেতা নূরে আলম নূরা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সড়ক পরিবহন সেক্টরের সুপরিচিত শ্রমিকনেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম নূরা’র ১৭ তম মৃত্যু বার্ষিকী গত ৩০ জুলাই সংগঠনের র্যালীর মোড় অফিস কার্যালয়ে পালন করা হয়। ময়মনসিংহ ট্রেড ইউনিয়ন সংঘ জেলার সহ সভাপতি হযরত আলীর সভাপতিত্বে শ্রমিক নেতা নূরে আলম এঁর স্মৃতি চারণ ও জীবনাদর্শ তুলে ধরেন ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাহতাব হোসেন আরজু, এনডিএফ’ র যুব বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মহিবুল আরেফিন নাজিব ও অর্থ- সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকনেতা নূরে আলম তাঁর জীবদ্দশায় সাংগঠনিকভাবে অত্যন্ত সক্রিয় ছিলেন। তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার সুযোগ না হলেও নিজ সেক্টরসহ অন্যান্য সেক্টরের শ্রমিকদের শ্রেণি সচেতন করে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছেন । পরিবহন সেক্টরের শ্রমিকদের শ্রেণি সচেতন করে তাদের নিয়োগপত্র, পরচয় পত্র প্রদানসহ বিভিন্ন অধিকারের দাবিতে সংগঠিত করার আপ্রাণ চেষ্টা করেছেন। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে পুঁজির শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের মত নয়া উপনিবেশিক ও আধা সামন্তবাদী সমাজব্যবস্থায় একচেটিয়া সাম্রাজ্যবাদী পুজি ও দেশিয় দালাল পুজির নির্মম শোষণের তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিকনেতা নূরে আলম নূরা শ্রমিকদের মাঝে তিনি অনুস্মরণীয় এবং অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। উল্লেখ্য যে, ৮০- র দশকে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন গড়ে উঠার প্রেক্ষাপটে নূরে আলম নূরা ট্রেড ইউনিয়ন সংঘের সাথে যুক্ত হোন। পরবর্তীতে পরিবহন শ্রমিকদের বিভিন্ন সংকট সমস্যায় আন্দোলন সংগ্রাম গড়ে তোলাসহ শম্ভুগঞ্জ জুটমিল, হকার, ভ্যান ঠেলা ও হোটেল শ্রমিকদের নিয়েও সংগঠন সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করেন। এ প্রেক্ষিতে ২০০১ সালে তিনি ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সম্মেলনের মাধ্যমে জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। ২০০৩ সালে জেলায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাংগঠনিক কাঠামো গড়ে উঠলে তিনি আহবায়ক কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য নির্বাচিত হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *