সাপের কামড়ে তাড়াশে বৃদ্ধা নারীর মৃত্যু
সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে ৭২ বছর বয়সী এক নারীর মৃত্য হয়েছে।
৩১ (মে) সোমবার দিবাগত রাত ১২টার দিকে পৌর এলাকার আসানবাড়ী গ্রামের মৃত রহিজ উদ্দিনের স্ত্রী মালেকা বেগম (৭২) সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আসানবাড়ী গ্রামের স্থানীয় সাংবাদিক রুম্মন হোসেন উজ্জল।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধার পর বৃদ্ধা নারী তার বাড়ীর পার্শ্বে দাড়িয়ে ছিলেন এমন সময় তাকে বিষধর গোখড়া সাপ কামড় দেয়। তারপর স্থানীয়া ঝাড়ফুঁক করার সেখানে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।পরে মঙ্গলবার সকালে তার দাফন কাফন হয়েছে।