আদিবাসী ভোটারদের নিয়ে শো-ডাউন করলেন স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন

মোঃ বাবুল হোসেন: হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জননন্দীত শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন আদিবাসী ভোটারদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। গত ২৩ শে অক্টোবর শনিবার বিকেলে গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর বাজারে আদিবাসী পুরুষ ও মহিলা ভোটারদের নিয়ে তিনি এ আয়োজন করেন। এ সময় ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার আলোচিত শো-ডাউনের মাধ্যমে ও প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠে পুরো সূর্যপুর বাজার। স্বর্ণপদক প্রাপ্ত টানা চারবারের ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এবার দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে দলমত নির্বিশেষে নির্বাচন করার ঘোষণা দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরেশ রাংসা। মতবিনিময় কালে গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন আবেক কন্ঠে বলেন, আমি চারবারের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি। দলের সুখে-দুঃখে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কর্মী হয়ে কাজ করেছি। অথচ এবার আমি দলীয় মনোনয়ন পেলাম না। কি আমার অপরাধ। সে বিবেচনা আপনাদের উপর রাখলাম।এবার যাকে মনোনয়ন দেওয়া হল কদিন আগেও সে বিএনপি করেছে । আমার সময়ে

ইউনিয়নের বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা, যত্ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের যথাযথ ব্যবহার ও প্রকৃত উপকার ভোগীর নিকট বিভিন্ন ভাতা পৌছিয়েছি। তাছাড়া রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। আগামীতে আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সকল উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবো।

মতবিনিময় সভায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উত্তমা রাকসাম, এবি রেমা, সুপারসন দ্রং, অঞ্জলী পাথাং, প্রিসিলা পাথাং, পরেশ নাফাক, ফরিদ মারাক, মি. মহেন্দ্র চিরান, পঞ্চমী চাম্বুগংসহ ইউনিয়নের নেতাকর্মী ও এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় বক্তারা মোঃ দেলোয়ার হোসেনকে পঞ্চম বারের মতো ইউপি চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা আদিবাসী, আমাদের নেতা দেলোয়ার। আমরা তাকে চিনি এবং জানি। সে নৌকা পেলো কি পেলো না তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চাই। দেলোয়ারের প্রতীক যাই হোক তাতেই আমরা সন্তুষ্ট। আমরা নির্বাচিত করে প্রমাণ করে দিব দেলোয়ারই গাজিরভিটা ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান৷ তার বিকল্প কেউ নাই

উল্লেখ্য যে, হালুয়াঘাট উপজেলা গাজিরভিটা ইউনিয়ন পরিষদের টানা চার বারের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সেরা চেয়ারম্যানের স্বীকৃতি পেয়েও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *