জাতীয়

গফরগাঁওয়ে আপনজন এর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনজন’ এর আয়োজনে উপজেলার পাঁচবাগ ইউনিয়নসহ আশপাশের এলাকায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার সকালে গফরগাঁও উপজেলা প্রশাসন, সি.কে ফ্রোজেন ফিস অ্যান্ড ফুড ও মুসলেহ্ উদ্দিন ফাউন্ডেশনের সহযোগিতায় শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৬০ জন শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে সময় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, ইকোনমিক কাউন্সিলর সারোয়ার আহমেদ সালেহীন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক ফাইজুস সালেহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আপনজন এর উপদেষ্টামণ্ডলীর সদস্য নজরুল ইসলাম মজনু, ছফির উদ্দিন, বিল্লাল হোসেন ও মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।