জাতীয়রাজনীতি

গফরগাঁওয়ে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের 

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া যোগদান করায় গত বুধবার দুপুরে থানা ক্যাম্পাসে উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
ফুলেল শুভেচ্ছা পেয়ে ওসি মোঃ বাচ্চু মিয়া আনন্দিত হয়ে বলেন, পুলিশ বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, সহ-সভাপতি মাওলানা যোবায়ের আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আমিনী, সদস্য মুফতি তারেক বিন হাবিব, যুব আন্দোলনের সভাপতি মুফতি আনোয়ার হোসেন বিপ্লবী, সহ-সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম ও শ্রমিক আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।