গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা
রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে প্রধান শিক্ষকগণের মাসিক (আগষ্ট) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা হয়।
গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূর এ আলম ভূঁইয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আবু বকর ছিদ্দিক ও জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক, ভাষা শহীদ আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হাবিবুর রহমান কাজল ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কান্দিপাড়া সাংগঠনিক শাখার আহবায়ক, ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হাই রতন প্রমূখ। সভায় সঞ্চালনা ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া।
শেষে উপজেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।