অন্যান্য

গৌরীপুর হতে ২০ কেজি গাঁজাসহ ০৩ জন আন্তঃজেলা মাদক কারবারী র‍্যাবের হাতে আটক

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন শ্যামগঞ্জ পাটবাজার এলাকায় বিশেষ তল্লাশী চৌঁকি পরিচালনা করে মোট ২০ কেজি গাঁজাসহ ০৩ জন আন্তঃজেলা মাদক কারবারীকে ২১মে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। মাদক কারবারি মোঃ পারভেজ ভুইয়া (৩২), পিতাঃ মৃত জয়নাল আবেদীন ভূঁইয়া সাং- আকছিনা, থানাঃ কসবা, জেলাঃ ব্রাহ্মণবাডিয়া, আনোয়ারা (৫০) স্বামীঃ রুক্কু মিয়া, সাং- সৈয়দপুর, থানাঃ কসবা, জেলাঃ ব্রাহ্মণবাডিয়া, শাহানা আক্তর (৪৫), স্বামীঃ মাসুদ মিয়া, সাং- হরিপাশা, থানাঃ বাহুবল, জেলাঃ হবিগঞ্জ, বর্তমান – সাং- বাগানবাড়ি, থানাঃ কসবা, জেলাঃ ব্রাহ্মণবাডিয়া’দেরকে আটক করে। আসামীদেরকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

3 thoughts on “গৌরীপুর হতে ২০ কেজি গাঁজাসহ ০৩ জন আন্তঃজেলা মাদক কারবারী র‍্যাবের হাতে আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *