দুর্গাপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত

রাখী দ্রং,দুর্গাপুর,প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন,দুর্গাপুর পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যেগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা চত্তরে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায়, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, অফিচার ইনচার্জ মো: শাহানুর এ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

এছাড়া দুর্গাপুর চৌকি আদালত, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি পৃথক কর্মসুচীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন করেছেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের সকল অপশক্তি রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলেই নতুন করে শপথ নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *