নকলায় মোবাইল কোর্টে নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ, ব্যবসায়ীকে অর্থদণ্ড
রাইসুল ইসলাম রিফাত : শেরপুরের নকলার চন্দ্রকোনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় প্রায় ৪০ কেজি ‘পিরানহা’ মাছ জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সহযোগিতা করেন।
উল্লেখ্য, পিরানহা একটি ক্ষতিকর বিদেশি মাছ। এটি দেশের মৎস্য সম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হওয়ায় সরকারের পক্ষ থেকে এর চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।