নাতাশা নারওয়াল-কে দ্রুত মুক্তি দিতে হবে

নাতাশা নারওয়াল। ৩২ বছর বয়স। দিল্লিতে এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তার সহযোদ্ধাদের সঙ্গে। একটি পরিকল্পিত গণহত্যা ঘটিয়ে শাহীন বাগ সহ অনেক জায়গায় অবস্থান বিক্ষোভ আন্দোলনকে দমন করে ভারত সরকার। আরও অনেকের মতোই নাতাশা নারওয়ালকে দেড় বছর ধরে ভুয়ো মামলায় বিনা বিচারে জেলে আটকে রেখেছে মোদি সরকার। নাতাশার বাবা মহাবীর নারওয়াল। তিনিও মেয়ের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছিলেন। মহাবীর নারওয়াল তার মেয়ের কাজকে ভালোবেসে, শ্রদ্ধা করে লাগাতার নিজেও লড়াই আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। মেয়ে যখন জেলে, বাবা তখন কৃষক আন্দোলনের মঞ্চে মেয়ের কথাগুলোই বলছিলেন। মহাবীর নারওয়াল পেশাগত ভাবে বিজ্ঞানী। তথাকথিত “ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো”-র দায় ছেড়ে তিনিও থাকতে পারতেন সমাজ থেকে মুখ ফিরিয়ে, নিজেরটা বুঝে নিয়ে।কিন্তু তিনি করেননি। তাঁর মেয়েও করেনি। মহাবীর নারওয়াল করোনা আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হয়ে ভেন্টিলেটারে থাকাকালীন গত ৯মে মারা গেলেন। কিন্তু ৩২ বছর বয়সী নাতাশাকে ভুয়ো মামলায় মুক্তি না দিয়ে আটকেই রেখেছে মোদি সরকার।

ভারত একটি গণতান্ত্রিক দেশ বলে সেদেশের সরকার নিজেদের দাবি করে। সেক্ষেত্রে এমন একটি অমানবিক ঘটনা ক্ষমতাসীন মোদী সরকারের রাজনৈতিক ভূমিকা ও গণতন্ত্রের কাঠামো প্রশ্নবিদ্ধ হয়। এতে মোদী সরকার কর্তৃক জনগণের ন্যায়-সঙ্গত আন্দোলন সংগ্রাম দমনের স্বৈরতান্ত্রিকতার প্রকাশ ঘটে। আমরা চাই, ভারত সরকার প্রতিবাদী তরুণী নাতাশা নারওয়ালকে বিনাশর্তে শীঘ্রই মুক্তি প্রদান করবে। একই সাথে নাতাশা নারওয়ালের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *