নানা হিসাব কষার মধ্য দিয়ে ময়মনসিংহ জেলায় নৌকার মনোনয়ন পেলেন যারা
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ জেলায় ১১ টি আসনে নৌকার মনোনয়ন ১৪৪ জন দৌঁড়ে ছিলেন। নানা হিসাব কষার মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১ টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ময়মনসিংহের ১১ আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন ১৪৪ জন। নানা হিসাব কষে ময়মনসিংহ জেলায় নৌকার মনোনয়ন যারা পেলেন তাঁরা হলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনে জুয়েল আরেং, ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনে শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম পপি ( গৌরীপুর), ময়মনসিংহ-৪ (সদর)আসনে মোহিত উর রহমান, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মো. মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) মো. হাফেজ রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ-৯ (নান্দাইল) মেজর আব্দুস সালাম,ময়মনসিংহ-১০(গফরগাঁও) ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ (ভালুকা) কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
What’s up all, here every one is saring these familiarity, thereefore it’s good to
read this blog, and I used to pay a visit this weblog all the time. https://Yv6bg.mssg.me/
Hi, its pleasant piece of writing concerning media print, we all know media is
a wonderful source oof data. https://bezraboten.com/employer/tonebet-casino/