অন্যান্য

ফুলবাড়ীয়াকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণার উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার নম্রতা হাউই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর ভূইয়া, সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জামান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাকতা ইউ,পি চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন, রাঙ্গামাটিয়া ইউ,পি চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা, ফুলবাড়ীয়া ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারদার প্রমূখ। এসময় অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা ও সাংবাদিকবৃন্দ।

এ অনুষ্ঠানে উপজেলার ফুলবাড়ীয়া পৌরসভা সহ বাকতা, রাঙ্গামাটিয়া ও কুশমাইল ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ও সদর ইউনিয়ন, বাকতা, নাওগাঁও ও রাঙ্গামাটিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়।