বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ফুলপুরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
বিল্লাল হোসাইনঃ ফুলপুরে অনুষ্ঠিত হয় ১৪ ই এপ্রিল শুক্রবার ১ পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ফুলপুর উপজেলা ক্যাম্পাস থেকে যাত্রা করে ফুলপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। ফুলপুর উপজেলা ক্যাম্পাসে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল,উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত রায়,ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস,আব্দুল বাতেন সরকার, কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহেল বাকী। পুলিশ পরিদর্শক তদন্ত বন্দে আলী, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, মঙ্গল শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ফুলপুর উপজেলা শিল্পকলা একাডেমী,ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, এমবিশন রেসিডেন্সিয়াল স্কুল এবং বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ।
Definitely believe that which you said. Your favorite
reason appeared to be on the net the simplest thing to be aware of.
I say to you, I definitely get annoyed while people consider wworries that
they plainly do not know about. You managed to hit the nail upon thee top and also defined out thee
whole thing without havinhg side effect , people can take a
signal. Will probably bbe back to get more. Thanks https://hallofgodsinglassi.Wordpress.com/
Whhen someone writes an piece of writing he/she retains the thought of
a user in his/her brain that how a user can understand it.
Thus that’s why this piece of writing is perfect.
Thanks! https://Stepaheadsupport.Co.uk/companies/tonebet-casino/