বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে নান্দাইলে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের অালোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইল প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদ্যপ্রয়াত দুই বীরমুক্তিযোদ্ধা মরহুম গাজী অাব্দুস ছালাম ভূঁইয়া, বীরপ্রতীক ও মরহুম অাব্দুর রহিম ভূঁইয়া’র স্মরণে ২১ অাগস্ট নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, নান্দাইল এর উদ্যোগে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি মনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সভাপতি অাব্দুল হান্নান অাল অাজাদের সন্চালনায় অালোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভা মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, নান্দাইল উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, নান্দাইল উপজেলা জাসদ সভাপতি মো: রফিকুল ইসলাম এ হাই, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহের সভাপতি ইমতিয়াজ অাহমেদ, সমাজ রূপান্তর নান্দাইলের সহ-সভাপতি সাইদুর রহমান, উসমান ফারুক, সহ-সাধারণ সম্পাদক অাব্দুল কাদের ভূঁইয়া, কামরুজ্জান খোকন, সংগঠক কামরুল হাসান জুয়েল, শফিকুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা কাউন্সিলর শাহ অালম, সাংবাদিক রফিক মোড়ল, সাংবাদিক শাহজাহান ভূঁইয়া, সাংবাদিক মো: অাকরাম হোসেন, সাংবাদিক সারোয়ার জাহান রাজিব, ব্লাড ডোনার সোসাইটি এর সভাপতি জাকির হোসেন প্রমূখ।

অালোচনা সভায় বক্তাগণ বলেন, নান্দাইলের সদ্যপ্রয়াত দুই মুক্তিযোদ্ধা’ মরহুম গাজী অাব্দুস ছালাম ভূঁইয়া, বীরপ্রতীক ও মরহুম অাব্দুর রহিম ভূঁইয়া এবং দেশের সকল মুক্তিযোদ্ধা’জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার তীব্র অাকাঙ্খা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পাকিস্তানী হানাদার ও তাদের দোসর রাজাকার অালবদরদের পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। তাঁরা অাজ এক এক করে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। রেখে যাচ্ছেন তাদের অর্জিত মুক্তিযুদ্ধের ইতিহাস। তাই বর্তমান প্রজন্মকে এগিয়ে অাসবে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। সমুন্নত রাখতে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *