অন্যান্যজাতীয়

বোটানিস্ট এসোসিয়েশন অব ময়মনসিংহ এর বার্ষিক সাধারণ সভায় অধ্যাপক মানিক লাল সভাপতি এবং মহসিন সাধারণ সম্পাদক নির্বাচিত।

বোটানিস্ট এসোসিয়েশন অব ময়মনসিংহ এর বার্ষিক সাধারণ সভা ২৩ মে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার মোড়ে ট্রিপল ট্রি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক মানিক লাল সাহা। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় অধ্যাপক মানিক লাল সাহা সভাপতি এবং মোহাম্মদ মহসিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠের মাধ্যমে সভা কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মানিক লাল সাহা। এরপর বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন বিগত সময়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক প্রতিবেদনের পর বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ গোলাম ছারুয়ার রহমান সংগঠনটির আয়-ব্যায়ের হিসাব বিবরণী পেশ করেন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে কিছু প্রস্তাবনার কথা উল্লেখ করেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের পক্ষ থেকে আনন্দ মোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- জাবিন তাসনীন, বীথি আক্তার এবং মো. অয়ন মিয়া। বৃত্তিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, সম্মানি এবং ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় আজিবন সদস্য অধ্যাপক রোখসানা বেগম এবং সহযোগী অধ্যাপক আতিকুর রহমান উনারা প্রত্যেকে এক লাখ করে মোট দুই লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। আগামীতে ৭ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদানের সিদ্ধান্তের পক্ষে মত দেন সভায় অংশগ্রহণকারী সবাই।

বৃত্তি প্রদান শেষে বক্তব্য রাখেন সংগঠনের প্রথম সভাপতি অধ্যক্ষ ড. শাহাব উদ্দীন, সাবেক সভাপতি এবং আনন্দ মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর রোখসানা বেগম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন আহাম্মদ প্রমুখ।

এরপর চলে ঘন্টাব্যাপী উন্মুক্ত আলোচনা। উন্মুক্ত আলোচনায় সংগঠনের সদস্যবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংগঠনের উৎকর্ষ সাধনে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেন। সভায় গঠনতন্ত্র সংশোধনী সংক্রান্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের আজিবন সদস্যবৃন্দ। পরে সবার মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র সংস্কারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্ষিক সাধারণ সভার শেষ পর্যায়ে সংগঠনের ২০২৫-২০২৮ তিন বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মানিক লাল সাহা এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ মোহন কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিনকে নির্বাচিত করা হয়। এছাড়া সহসভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন আহাম্মদ এবং প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক গোলাম ছারুয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মো. জগলুল পাশা রুশো এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শুভ্র চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সংগঠনটির আজীবন সদস্য আশীষ আল মাহমুদ এবং নাজমুল কবীর।

ভবিষ্যৎ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ দূষণ প্রতিরোধে প্রচারাভিযান, বৃক্ষরোপন অভিযান, কৃতি উদ্ভিদবিদদের সম্মাননা প্রদান, ৪র্থ পুনর্মিলনী উদযাপন, বোটানি অলিম্পিয়াড আয়োজন, সংগঠনের নিয়মিত প্রকাশনা “ধরিত্রী” ম্যাগাজিন প্রকাশ, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত উদ্ভিদবিদদের আর্থিক সহায়তা প্রদান, সদস্য সংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন কর্মসূচি চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির আজীবন সদস্যবৃন্দ। উল্লেখ্য, ২০০৬ সালে “বাঁচাই সবুজ, সবুজে বাঁচি” শ্লোগানে সাবেক বোটানিস্টদের নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে বর্তমানে ১৬০ জন আজিবন সদস্য রয়েছেন। সভা শেষে আপ্যায়ন এবং গ্রুপ ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রেস বিজ্ঞপ্তি