হালুয়াঘাটে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
মোঃ বাবুল হোসেন: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে পা থেঁতলে গুরুতর আহতের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হালুয়াঘাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে হালুয়াঘাট উপজেলা পরিষদের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে হালুয়াঘাটে কর্মরত সকল গণমাধ্যমকর্মীগণ অংশ নেন ।
বক্তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্রের উপর হামলার সমান। আসাদুজ্জামান তুহিনকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের দ্রুত সর্বোচ্চ শাস্তি বাস্তবায় করতে হবে।”
আহত সাংবাদিক আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
আহত সাংবাদিক আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বাবুল হোসেন, মোঃ হাতেম আলী, খালেদ আহমদ শামসুল আলম পনির, মোঃ আব্দুর রাজ্জাক, উমর ফারুক সুমন প্রমূখ।

