ব্যক্তি স্বার্থে নয়, এলাকায় জনগণের স্বার্থে কাজ করতে হবে – আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পরিকল্পনামন্ত্রী
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “ব্যক্তি স্বার্থে নয়, এলাকার জনগণের স্বার্থে, জনগণের যাতে মঙ্গল হয় সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। জনগণের কল্যানের জন্যই রাজনীতি” এ কথা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি।
রবিবার (৩১ মার্চ) নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়ন করতে জনপ্রতিনিধিদের প্রধান ভূমিকা রাখতে হবে।
উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল। বক্তব্য রাখেন চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিবুল ইসলাম রেণু, নান্দাইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল, রাজগাতী ইউপি চেয়ারম্যান ইফতেখার মোমতাজ খোকন প্রমুখ।
উপস্থিত ছিলেন সহকারি কশিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, নান্দাইল মডেল থানার অফিসার ইন চার্জ আব্দুল মজিদ, সাংবাদিক হান্নান মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
I’m really inspired with your writing abilities as well as with the layout to your weblog. Is this a paid subject matter or did you modify it your self? Anyway stay up the excellent quality writing, it is rare to peer a great weblog like this one nowadays!