উপকারভোগী ও ভাতা ভোগীদের সাথে আওয়ামী লীগের মত বিনিময়

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরকার কর্তৃক বিভিন্ন দপ্তরে হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধা প্রাপ্ত উপকারভোগী ও ভাতা ভোগীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর রবিবার সকালে কাঁটা বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য -৪৭ ও বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,যুগ্ন সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী, পত্নীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম স্বপন,সাংগঠনিক ‌সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আজাদ রহমান। সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন চৌধুরী ও মোঃ আরাফাত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলীপ চৌহান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ রাহাদ,মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফাতেমা, নজিপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ খাদিজাতুল কোবরা মুক্তা,পত্নীতলা উপজেলা ছাত্রলীগের সভাপতি, মোঃ বদিউজ্জামান শাহ্ বিলাস।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *