ফুলবাড়ীয়ায় ১১ মাসের সম্মানী ভাতা থেকে বঞ্চিত ২৬ জন বীর মুক্তিযোদ্ধা

আল-এমরানঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গেজেটপ্রাপ্ত ২৬ জন বীর মুক্তিযোদ্ধা জুলাই-২০২১ হতে মে-২০২২ ইং অর্থবছরে ১১ মাসের সম্মানী ভাতাসহ ১টি উৎসব ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, ১৯ মে, ২০২২ ইং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা প্রজ্ঞাপন স্মারক নং- ৪৮.০০.০০০০.৪৪০৩৭. ৩৮৫.২০২২/২১১ মোতাবেক ৬৩ জন বীর মুক্তিযোদ্ধাদের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বেসামরিক গেজেট অন্তর্ভূক্তির পর প্রথম ধাপে ৩৯ জন মুক্তিযোদ্ধা ভাতাভোগীর প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী উৎসব ভাতাসহ সম্মানী ভাতা প্রাপ্তির লক্ষ্যে বিগত ৩০/০৬/২০২২ ইং তারিখের পূর্বেই যথারীতি এম.আই.এস সহ প্রযোজনীয় কাগজপত্রাদি আবেদনের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সোনালী ব্যাংক, ফুলবাড়ীয়া শাখায় দাখিল করেন।

৩০ মে,২০২২ ইং তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার ৪৮.০০.০০০০.০০৬.৫০.০০১.১৯.৩৫৬ এর ভিত্তিতে প্রাপ্যতা অনুযায়ী বকেয়া পে-রোল (জুলাই-২০২১ হতে মে ২০২২ ইং) এর প্রস্তুত ও অনুমোদন সূত্র মু.বি.ম. বাজেট শাখা ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখের ৮৭৭ নং স্মারক মোতাবেক উপজেলার ৩৯ জন মুক্তিযোদ্ধা/উপকারভোগীদের এম.আই.এস ও সম্মানী ভাতার তালিকায় অন্তর্ভূক্তি এবং ভাতা প্রাপ্তির লক্ষ্যে ভাতা বিতরণ কমিটি কর্তৃক অনুমোদিত রেজুলেশনসহ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান সংক্রান্ত উপজেলা কমিটি কর্তৃক সম্মানী ভাতা প্রাপ্তির নিমিত্তে সুপারিশকৃত আবেদনকারীদের নামে চূড়ান্ত তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। কিন্তু ৩৯ জন মুক্তিযোদ্ধা ভাতাভোগীর মধ্যে মাত্র ১৩ জন ১১ মাসের সম্মানী ভাতাসহ উৎসব ভাতা প্রাপ্ত হয়েছেন। বাকী ২৬ জন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ উৎসব ভাতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখা ঢাকা, ৪৮.০০.০০০০.০০৬.৪৬. ০১৫.১৮.৮৯৯ নং স্মারকে উল্লেখিত ৩৯ মুক্তিযোদ্ধার অনুকূলে সম্মানী ভাতা বিতরণ আদেশ ২০২০ অনুযায়ী চলতি অর্থ বছর (২০২২ হতে ২০২৩ ইং) বাজেটে বরাদ্দকৃত অর্থ হতে (জুলাই ২০২২ হতে ডিসেম্বর ২০২২) ইং পর্যন্ত ৬ মাসের সম্মানী ভাতা ও ১টি উৎসব ভাতা প্রদানের বিষয় উল্লেখ থাকলেও অদ্যবধি তাদেরকে ভাতা প্রদান না করায়, ২৬ জন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।

মুক্তিযোদ্ধাগন অধিকাংশই পড়াশোনা না জানা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ষাটোর্ধ্ব বয়সী। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাই ২৬ জন মুক্তিযোদ্ধা তাদের ১১ মাসের সম্মানী ভাতা প্রাপ্তির লক্ষ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *