জাতীয় ছাত্রদলের বর্ধিত সভা: সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তোলার আহবান
জাতীয় ছাত্রদলের বর্ধিত সভা আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ১১ টায় সংগঠনের কেন্দ্রিয় কার্যালয় গুলিস্তানে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি তৌফিক হাসান পাপ্পু এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রিয় সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সংগঠনের সাবেক সভাপতি ড. ওবায়দুল্লাহ সাগর ও প্রকাশ দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় ছাত্রদল ১৯৭৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে। এ প্রেক্ষিতে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র সংগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে আর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানায় জাতীয় ছাত্রদল। কিন্তু জুলাই আন্দোলনের সূচনায় বৈষম্যবিরোধী স্লোগান দেয়া হলেও তার মাধ্যমে ড. ইউনুসের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ তথা মার্কিন সাম্রাজ্যবাদের কর্তৃত্ব আরো প্রতিষ্ঠিত হয়। এভাবে বিভিন্ন সময়ে ছাত্রদেরকে ব্যবহার করে সাম্রাজ্যবাদের দালাল প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠী এদেশে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। কিন্তু সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজির উচ্ছেদ করে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করে জাতীয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে নি। একারণে নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সভায় সাম্রাজ্যবাদী পরিকল্পনায় চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা দেয়া ও আরাকানের সাথে করিডর প্রদানের মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে সম্পৃক্ত করছে। এর বিরুদ্ধে শিক্ষাঙ্গণে তীব্র আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। সভায় জাতীয় ছাত্রদলের ৫২ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ১৪ তম জাতীয় কাউন্সিল আয়োজনের উদ্যোগ নেয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাসকে আহবায়ক করে ১৪তম কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
(প্রেস বিজ্ঞপ্তি)