স্বাস্থ্য ও চিকিৎসা

ইটনায় তামাক বিরোধী প্রশিক্ষণ।

 

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: একটি তামাক মুক্ত পৃথিবী আমাদের ভবিষ্যতকে সুন্দর করে তুলবে। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য প্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১২ই জানুয়ারী সোমবার সকাল ১০টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ইটনা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোঃ মেহেদী, ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাবেদ পাঠান, ইটনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষানুরাগী ও টাস্কফোর্স কমিটির সদস্যগণ অংশ গ্রহণ করেন। ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে তামাক বিরোধী প্রশিক্ষণে এর কুফল তুলে ধরে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার বিধান চন্দ্র দেব।

পরে প্রশিক্ষণার্থীগণ চারটি ভাগে বিভক্ত হয়ে তামাক থেকে পরিত্রাণের উপায় খোজে বের করে মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি, স্কুল কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্ভোদ্ধ করণ, তামাক সেবীদের তামাক থেকে মুক্ত হলে তাদেরকে পুরস্কার সহ যত্রতত্র তামাক বিক্রয়ে নিরুৎসাহীত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণের দিক তুলে ধরে দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত করা হয়।