অন্যান্য

শেরপুরে কাজী নজরুল ইসলামের ‘শিল্পী’ নাটক মঞ্চস্থ

শেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও শেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মঞ্চস্থ হয়ে গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘শিল্পী’। গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল জাবিরের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ও শেরপুরের একঝাঁক নাট্যশিল্পী নাটকটিতে অভিনয় করেছেন। নাটকের মুখ্য চরিত্র চিত্রকরের অভিনয় করেছেন গণমাধ্যমকর্মী ইমরান হাসান রাব্বী। লাইলী চরিত্রে ছিলেন নাট্যকলা বিভাগের তাহমিনা হিরা এবং চিত্রা চরিত্রে আরিফা জাহান। চিত্রকরের কৈশোরে অপূর্ব, চিত্রা চরিত্রে রোদেলা আর চিত্রকরের বার্ধক্যে দেবাশীষ চন্দ বাবু অভিনয় করেছেন।

নাটকটিতে শিল্পী জীবনের কৈশোর, যৌবন ও বার্ধক্যকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন নির্দেশক। লাইলী চরিত্রে তাহমিনা হিরার অনবদ্য উপস্থাপন দর্শককে ছুঁয়ে যায়। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।

ওইসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা কালচারাল অফিসার আতিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

One thought on “শেরপুরে কাজী নজরুল ইসলামের ‘শিল্পী’ নাটক মঞ্চস্থ

  • I’m really impressed along with your writing talents as well as with the format for your blog. Is this a paid subject matter or did you customize it yourself? Either way stay up the excellent quality writing, it is uncommon to see a nice weblog like this one these days!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *