হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোঃ বাবুল হোসেন হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গত ১০ই জানুয়ারী সকালে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ রেজওয়ানুল হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম,কবি জালাল উদ্দিন আহমেদ,হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র সরকার,উপ সহকারী নিবন্ধক আঃ গফুর ,আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল গনি,সেক্রেটারি মোস্তফা নাহিদ আল হাবিব রানা, ট্রেজারার মোঃ গোলাম কিবরিয়া লিটন, ডিরেক্টর মোঃ সেলিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে প্রধান অতিথি ও আশার আলোর নবনির্বাচিত সদস্যগণ জাতীয় ও সমিতির পতাকা উত্তোলন করেন। সভায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া ও পরে বিশেষ ক্রেষ্ট উপহার দেওয়া হয়।
