দুর্গাপুর পৌরসভার ২৫টি মন্ডপে আর্থিক অনুদান দিলেন মেয়র মো. আলা উদ্দিন

রাখী দ্রং ,দুর্গাপুর,প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সহ পৌরসভার ২৫টি মন্ডপে নিজ অর্থায়নে আর্থিক অনুদান বিতরন করেন পৌর মেয়র আলা উদ্দিন। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে পৌরসভার প্রতিটি মন্ডপের সভাপতির হাতে ২০ হাজার টাকা করে মোট ২৫ টি মন্ডপকে ৫ লক্ষ টাকা দেয়া হয়।

মত বিনিময় সভায় সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় মেয়র আলা উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ, সহ সভাপতি এডভোকেট মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রফিক, দশভূজাবাড়ী মন্দির কমিটির সহ সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সভাপতি বিমল সাহা।

এ সময় পৌর মেয়র আলা উদ্দিন বলেন ধর্ম যার যার, উৎসব সবার” এমন মন মানষিকতা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সম্প্রীতির বন্ধনে তিনি গোটা জাতিকে বেঁধে রেখেছিলেন। সেই ধারা আজও দেশে অব্যাহত রয়েছে। আসুন আমরা দলমত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করে দেশকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যাই। শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *