সিরাজগঞ্জে আঃ রহমান হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৩
সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চাঞ্চল্যকর আব্দুর রহমান (৩৮) হত্যা মামলায় নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, একই এলাকার চর বেলতৈল পশ্চিমপাড়া গ্রামের গৃহবধূ আয়শা খাতুন (৩০), তার ছোট ভাই আনিছ প্রামানিক (২৫) ও দেবর নজরুল ইসলাম (৩৫)। এ নিয়ে গ্রেফতার সংখ্যা হলো ৬ জন।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের আব্দুর রহমানকে মোবাইল করে ডেকে নিয়ে গত ১৯ মে রাতে তাকে উপর্যপুরি ছুরিকাঘাতে খুন করে তার লাশ স্থানীয় একটি ধান ক্ষেতে ফেলে রাখা হয়। এ হত্যাকাণ্ডের ৪ দিন পর তার অর্ধগলিত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ১৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় ওইদিন ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য মতে নারী সংক্রন্ত ঘটনায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
এ ঘটনায় শনিবার ভোর রাতে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।