হোটেল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সভা অদ্য (১৮ জুন ২০২৫) কেন্দ্রিয় সকাল ১০:৩০ টায় গুলিস্তানে অবস্থিত কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি জিন্নাত কাজী খালেক। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ও প্রকাশ দত্ত এবং বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের অন্যতম নেতা আক্তারুজ্জামান খান, তফাজ্জল হোসেন, সাদেক মিয়া, সমর চন্দ্র, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম বাদল, নান্নু শেখ, মোকসেদ আলী, হাবিবুর রহমান, সেলিম মিয়া, আল আমিন, সাইফুল ইসলাম, মাসুম মিয়া, কামাল পারভেজ ভুলু, সাজ্জাদ হোসেন, পারভেজ মিয়া, বদিউজ্জামান, শরিফুল ইসলাম, দুলাল মিয়াসহ বিভিন্ন জেলা ও অঞ্চলের নেতৃবৃন্দ ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ফেডারেশন ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে দেশব্যাপী আন্দোলন করেছে। কিন্তু সরকার ১৩০৫০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে গত মে মাসে চূড়ান্ত মজুরি ঘোষণা করে। এ মজুরি দিয়ে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিরেখে কোনভাবেই শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে চলতে পারবে না। তারপরও এই মজুরি বাস্তবায়ন নিয়ে মালিকরা বিভিন্ন টালবাহানা করছে। এহেন বাস্তবতায় ৮ ঘন্টার ভিত্তিতে ঘোষিত এই মজুরি বাস্তবায়নের জন্য নেতৃবৃন্দ দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিক আন্দোলন দমনে মালিক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী শ্রমিক ও শ্রমিক নেতাদের উপর মামলা-হামলাসহ বিভিন্নরকম ষড়যন্ত্র-চক্রান্ত চালাচ্ছে। এ প্রেক্ষিতে মালিকদের ষড়যন্ত্র-চক্রান্তসহ হোটেল সেক্টরে বিদ্যমান প্রতিক্রিয়াশীল দালাল নেতৃত্বের স্বরুপ উন্মোচন করে সৎ, যোগ্য ও আপসহীন নেতৃত্বে সংগঠন সংগ্রাম পরিচালনা করার আহবান জানান।